
নেত্রকোনায় পল্লী বিদ্যুৎ সমিতির ৮০৯ কর্মকর্তা-কর্মচারী বরখাস্তকৃত সহকর্মীদের প্রতি সংহতি জানিয়ে গণছুটিতে চলে যাওয়ায় জেলা ব্যাপী বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মচারীরা কর্মস্থল ত্যাগ করলে বারহাট্টা, দুর্গাপুর, পূর্বধলা, মোহনগঞ্জ, আটপাড়া সহ বিভিন্ন উপজেলায় গ্রামগুলোতে টানা ২৪ ঘণ্টা বিদ্যুৎ নেই।
দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সিস্টেম সংস্কার, আরইবির শোষণ-নিপীড়ন ও নিম্নমানের মালামাল ব্যবহারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসা সমিতির কর্মকর্তা-কর্মচারীরা সম্প্রতি চারজনকে সাময়িক ও দুইজনকে স্থায়ী বরখাস্তের প্রতিবাদে এই গণছুটি ঘোষণা করেছেন।
স্থানীয় ভুক্তভোগী সোহাগ মিয়া ও আব্দুর রাজ্জাক জানান, বিদ্যুৎহীনতার কারণে দোকানের ফ্রিজে রাখা পণ্য নষ্ট হচ্ছে এবং পুকুরে অক্সিজেনের অভাবে মাছ মারা যাচ্ছে।
পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মো. আকরাম হোসেন বলেন, “বৃষ্টি না থাকায় বড় ধরনের সমস্যা হয়নি। যেখানে সমস্যা দেখা দিচ্ছে, ঠিকাদারের মাধ্যমে সচল রাখার চেষ্টা চলছে। জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানও জানান, “গ্রাহক যাতে ভোগান্তিতে না পড়েন, সেজন্য বিদ্যুৎ বিভাগের সাথে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখা হচ্ছে।
নেত্রকোনার ৬ লাখ ৫০ হাজার গ্রাহকের জন্য ২৬টি অভিযোগ কেন্দ্র, ২০টি সাব-স্টেশন ও ১২টি জোনাল অফিস রয়েছে, তবে গণছুটির কারণে সব সেবা ব্যাহত হচ্ছে।