
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্বল্পমেয়াদি স্মৃতিশক্তি হ্রাস (শর্ট টাইম মেমরি লস) হয়েছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান।
শনিবার দুপুরে ঢামেকে নুরের শারীরিক অবস্থা পরিদর্শন করার পর রাশেদ খান সাংবাদিকদের জানান, নুর ছোটখাটো বিষয় ভুলে যাচ্ছেন এবং তার নাক থেকে এখনও রক্ত ঝরছে। তিনি আরও অভিযোগ করেন, সরকারের কিছু মহল নুরের স্বাস্থ্য উন্নতি হতে দিচ্ছে না, যা সরকারের অবহেলা ও রাজনৈতিক প্রতিহিংসার ফল হতে পারে।
রাশেদ খান আরও বলেন, নুরের বিদেশে সুচিকিৎসার জন্য সরকার আশ্বাস দিলেও বাস্তবে তা কার্যকর হচ্ছে না।
অন্য দিকে, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গণঅধিকার পরিষদের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন তিনি। রাশেদ খান জানান, নেতাকর্মীদের নাম জড়ানোর চেষ্টা করা হচ্ছে, যা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।