Search
Close this search box.

সোমবার- ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তিস্তার ন্যায্য হিস্যার দাবিতে বিকল্প ভাবনার আহ্বান তারেক রহমানের

তিস্তার ন্যায্য হিস্যার দাবিতে বিকল্প ভাবনার আহ্বান তারেক রহমানের
ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান | ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের ন্যায্য পানির অধিকার নিশ্চিত করতে হলে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “প্রতিবেশী দেশ ভারত যদি আমাদের প্রাপ্য পানি না দেয়, তবে দেশি-বিদেশি সব ধরনের বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

মঙ্গলবার বিকেলে তিস্তা রক্ষা আন্দোলন কমিটির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, ভারতের ৫৪টি নদী বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এটি কোনো দয়া নয়, বরং আমাদের অধিকার। কিন্তু গজলডোবা বাঁধ দিয়ে তিস্তার পানি আটকে রেখে ভারত অপ্রতিবেশীসুলভ আচরণ করছে।

তারেক রহমান অভিযোগ করেন, প্রতিবেশী দেশের এ ধরনের সিদ্ধান্তের ফলে তিস্তা তীরবর্তী লাখ লাখ মানুষ খরায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেচ সংকটের কারণে কোটি কোটি টাকার ফসল বিনষ্ট হচ্ছে। এটি শুধু কৃষকদের সমস্যা নয়, বরং জাতীয় অর্থনীতির জন্যও হুমকি।

তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বার্থবিরোধী চুক্তিগুলো পুনর্মূল্যায়ন করা দরকার। বিশেষ করে, ট্রানজিটসহ যেসব চুক্তি একতরফাভাবে স্বৈরশাসকরা ভারতের পক্ষে করে গেছেন, সেগুলো পর্যালোচনা করা উচিত।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে তিস্তা রক্ষা ও অন্যান্য নদীগুলোর পুনঃখননকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। শহীদ জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির মতো উদ্যোগ আবারও বাস্তবায়ন করা হবে।

তিস্তা রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, এ আন্দোলন বৃথা যাবে না। আগাম নির্বাচনে তিস্তা রক্ষার স্বপক্ষে সিদ্ধান্ত নিলে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হবে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়