
সিরাজগঞ্জের সলঙ্গায় মাদকবিরোধী অভিযানে ১৫৮ বোতল ফেনসিডিলসহ জয়পুরহাটের তিন নারীকে আটক করেছে র্যাব-১২।
আটক নারীরা হলেন— জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের সাথী আক্তার (৩০), আজেদা বেগম (৪৪) এবং শারমিন আক্তার (৩১)।
রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন আটক, মাদক উদ্ধার
র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যায় সাতটিকরি তালতলা বাজার এলাকার একটি হোটেলের সামনে অভিযান চালানো হয়। এসময় তিন নারীকে আটক করে তাদের কাছ থেকে ১৫৮ বোতল ফেনসিডিল ও মাদক বেচাকেনায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করেন।
ঘটনার পর সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরদিন দুপুরে আটক নারীদের থানায় হস্তান্তর করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
নিউজটি পড়েছেন : ১৯