বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থান, বেতনভাতা বৃদ্ধির দাবি

shikkhok-kormochari-beten-andolon
ছবি সংগৃহীত

শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেলের সঙ্গে মাসিক বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসবভাতা বৃদ্ধির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে অবস্থান নিয়েছেন। শনিবার সরকারি প্রজ্ঞাপন না জারি হলে মঙ্গলবার থেকে কর্মবিরতি শুরু হবে বলেও জানিয়েছেন তারা।

ঢাকার জাতীয় প্রেস ক্লাবে রোববার সকাল থেকে অবস্থান শুরু করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তারা মূল বেতনের ২০% বাড়িভাড়া ভাতাসহ চিকিৎসা ও উৎসবভাতা বৃদ্ধির দাবি জানিয়েছেন। আন্দোলনে অংশ নিয়েছেন দেশজুড়ে কয়েক হাজার শিক্ষক-কর্মচারী। জাতীয়করণ প্রত্যাশী জোট জানিয়েছে, দাবি বাস্তবায়নের জন্য মঙ্গলবার থেকে কর্মবিরতিরও কর্মসূচি শুরু হবে।

শিক্ষক-কর্মচারীরা চান, চিকিৎসাভাতা ৫০০ টাকা থেকে ১৫০০ টাকা বৃদ্ধি এবং উৎসবভাতা মূল বেতনের ৫০% থেকে ৭৫% করার ব্যবস্থা করা হোক। নওগাঁ থেকে আসা শিক্ষক অহিদুল ইসলাম জানান, “সারা রাত বাসে ভ্রমণ করে সকাল থেকেই অবস্থান নিয়েছি। সরকার আমাদের ২০% বাড়িভাড়া ভাতা না দিলে আমরা রাজপথ ছাড়ব না।”

গত ৩০ সেপ্টেম্বর সরকার বাড়িভাড়া ৫০০ টাকা বাড়িয়েছে, তবে শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেছেন। এরপর ৬ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় অর্থ বিভাগে প্রস্তাব পাঠায়, যাতে বাড়িভাড়া অন্তত দুই থেকে তিন হাজার টাকায় উন্নীত করা হয়। আন্দোলন চলমান থাকছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়