বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সিলেটে মোগলাবাজারে উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত, যাত্রী আহত

silhet-train-accident
ছবি: সংগৃহীত

সিলেটের মোগলাবাজারে মঙ্গলবার সকাল ৮টায় ‘উদয়ন এক্সপ্রেসট্রেন লাইনচ্যুত হয়েছেএতে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। খবর দিয়েছেন সিলেট রেল স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম।

তিনি জানান, ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে। মোগলাবাজারে পৌঁছার পর ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং ট্রেন চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্থানীয়রা, ট্রেনের অন্যান্য যাত্রী ও ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনাকবলিত যাত্রীদের দ্রুত উদ্ধার করেন। সকাল সাড়ে ৯টার পর সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ঢাকা অভিমুখে রওনা হয়।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়