বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৪৪ নেতাকর্মী গ্রেপ্তার

dhaka-greftar-awami-league
ছবি: DMP

ডিএমপি জানিয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি রোধে রাজধানীতে ঝটিকা মিছিলের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৪৪ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৪টি ককটেলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

নজরুল ইসলাম বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে এই নেতাকর্মীরা রাজধানীতে ঝটিকা মিছিলের আয়োজন করছিল। তিনি আরও জানান, ঝটিকা মিছিল ও অপতৎপরতার পেছনে দেশ-বিদেশ থেকে অর্থের যোগান দেওয়া হচ্ছিল।

পুলিশ নগরবাসীর সহায়তায় হোটেল, ছাত্রবাস বা ফ্ল্যাটে অবস্থানরত নেতাকর্মীদের শনাক্ত ও গ্রেপ্তার করছে। গ্রেপ্তারকৃতদের পরিচয় গোপন রাখা হবে। পুলিশের অভিযান এবং নগরবাসীর সহযোগিতায় রাজধানীতে অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে, এবং পরিস্থিতি এখন স্বাভাবিক।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়