Search
Close this search box.

মঙ্গলবার- ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অভিষেক বচ্চন স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিচ্ছেদের গুঞ্জনে দিলেন জবাব

অভিষেক বচ্চন স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা
ছবিঃ সংগৃহীত

বলিউডের জনপ্রিয় দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন নিয়ে গত বছরজুড়ে বিচ্ছেদের নানা গুঞ্জন ছড়ালেও এবার সেই সব গুঞ্জনের জবাব দিয়েছেন অভিষেক নিজেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্ত্রী ঐশ্বরিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি তাদের সম্পর্ক নিয়ে সন্দেহ দূর করেছেন।

‘দ্য হিন্দু’-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিষেক বলেন, “আমি সত্যিই ভাগ্যবান যে সিনেমার কাজে বাইরে থাকতে পারি, কারণ আমি জানি বাড়িতে ঐশ্বরিয়া রয়েছেন আরাধ্যার সঙ্গে। এজন্য আমি তার কাছে ভীষণ কৃতজ্ঞ।” এই বক্তব্যের মাধ্যমে তিনি স্পষ্ট করেছেন যে ঐশ্বরিয়া শুধু একজন ভালো স্ত্রীই নন, বরং একজন ত্যাগী মা হিসেবেও পরিবারের মঙ্গল নিশ্চিত করেছেন।

অভিষেক মায়েদের ভূমিকা নিয়ে বলেন, “মায়েরা সন্তানের জন্য সবকিছু করতে পারেন। তারা যা করে, তা বাবারা করতে পারেন না।” এই প্রসঙ্গে তিনি নিজের মা জয়া বচ্চনের ত্যাগের কথাও উল্লেখ করেন।

গত বছর থেকেই অভিষেক ও ঐশ্বরিয়ার মধ্যে সম্পত্তি বিভাজন ও সম্পর্কের নানা ইস্যু নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। এমনকি, অভিষেকের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগও ওঠে। এসব গুঞ্জনের মধ্যে ঐশ্বরিয়া মেয়ে আরাধ্যাকে নিয়ে আলাদা থাকছেন বলেও খবর আসে। তবে অভিষেকের সাম্প্রতিক মন্তব্যে বোঝা যাচ্ছে, তাদের সম্পর্ক এখন স্থিতিশীল।

২০০৭ সালে বিয়ে বন্ধনে আবদ্ধ হন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। ২০১১ সালে তাদের মেয়ে আরাধ্যার জন্ম হয়। আরাধ্যার জন্মের পর ঐশ্বরিয়া চার বছর সিনেমা থেকে বিরতি নেন।

ঐশ্বরিয়া রাই বচ্চন ২০১৫ সালে ‘জাজবা’ সিনেমার মাধ্যমে ফের কাজে ফেরেন। এরপর থেকে হাতে গোনা কিছু সিনেমায় তাকে দেখা গেছে। তার মধ্যে উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘ফ্যানি খান’, এবং সাম্প্রতিক ‘পোন্নিয়িন সেলভান’ ফ্র্যাঞ্চাইজি।

অভিষেকের সাম্প্রতিক মন্তব্যে স্পষ্ট যে তারা তাদের পারিবারিক জীবনে শান্তি খুঁজে পেয়েছেন। বলিউডের এই দম্পতি যে এখনও একে অপরের প্রতি যত্নবান, তা অভিষেকের কৃতজ্ঞতার ভাষাতেই প্রকাশ পেয়েছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়