Search
Close this search box.

শুক্রবার- ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নতুন প্রেমের গুঞ্জনে ভক্তদের পরীমণির চমক!

পরীমণি নতুন প্রেম
ছবিঃ সংগৃহীত

ঢালিউড অভিনেত্রী পরীমণি বরাবরই আলোচনায় থাকেন প্রেম, বিয়ে ও পারিবারিক সম্পর্ক নিয়ে। শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর একমাত্র সন্তান রাজ্যকে নিয়ে ব্যস্ত থাকা এই অভিনেত্রীর নতুন প্রেমের গুঞ্জন হঠাৎ শোবিজে সাড়া ফেলে দেয়। কে এই নতুন প্রেমিক—এই প্রশ্নে মুখরিত হয় সামাজিক মাধ্যম।

গত ১৮ নভেম্বর পরীমণি তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি রহস্যময় ভিডিও শেয়ার করেন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, “হ্যাঁ, আমি আবারও প্রেমে পড়েছি।” ভিডিওতে দেখা যায়, চলন্ত গাড়িতে পরীমণি কারও হাত ধরে আছেন। তবে সেই ব্যক্তির মুখ দেখানো হয়নি।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই তার পরিচয় নিয়ে কৌতূহল তুঙ্গে ওঠে। নেটিজেনদের আলোচনায় উঠে আসে নানা অনুমান।

শেষমেশ পরীমণি সেই রহস্য উন্মোচন করলেন। ১৯ নভেম্বর রাতে নিজের ফেসবুকে পুরো ভিডিও প্রকাশ করে তিনি জানান, এটি আসলে একটি মজার প্র্যাংক ছিল। ভিডিওতে উপস্থিত ব্যক্তি তার নতুন কস্টিউম ডিজাইনার। পোস্টে তিনি হাস্যরসাত্মকভাবে লেখেন, “প্র্যাংকটা কি একটু বেশি হয়ে গিয়েছিল?”

ভিডিওটি প্রকাশের সঙ্গে সঙ্গে নেটিজেনদের মন্তব্যের ঝড় ওঠে। কেউ তার প্র্যাংকের প্রশংসা করেছেন, কেউবা প্রশ্ন তুলেছেন এমন মজার প্রয়োজনীয়তা নিয়ে।

পরীমণির সর্বশেষ কাজ, অনম বিশ্বাস পরিচালিত ‘রঙিলা কিতাব’, সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে। এতে তাকে অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে দেখা যায়, যা নিয়ে দর্শকের ভালো সাড়া পেয়েছেন।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়