Search
Close this search box.

শনিবার- ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নতুন বছরে বুবলীর সাত সিনেমা: প্রতীক্ষার আলো

নতুন বছরে বুবলীর সাত সিনেমা
ছবিঃ সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী নতুন বছরে (২০২৫) বড় পর্দায় সাফল্যের প্রত্যাশা করছেন। এ বছর তার অভিনীত সাতটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে এসব সিনেমার শুটিং এবং প্রি-প্রোডাকশনের কাজ শেষ হয়েছে। বুবলীর মতে, এই সিনেমাগুলো তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে।

মুক্তির অপেক্ষায় বুবলীর সাত সিনেমা, ২০২৫ সালে মুক্তি পেতে যাওয়া বুবলীর সাতটি সিনেমার তালিকায় রয়েছে:

  • ‘চাদর’ (পরিচালক: জাকির হোসেন রাজু)
  • ‘জংলি’ (পরিচালক: এম রাহিম)
  • ‘পুলসিরাত’ (পরিচালক: রাখাল সবুজ)
  • ‘প্রেম পুরাণ’ (পরিচালক: মাসুদ মহিউদ্দিন ও হাসান শিকদার)
  • ‘কয়লা’ (পরিচালক: সাইফ চন্দন)
  • ‘তুমি যেখানে আমি সেখানে’ (পরিচালক: দেবাশীষ বিশ্বাস)
  • ‘ছায়া’ (পরিচালক: ওয়াজেদ আলী সুমন)

এ সিনেমাগুলোতে বুবলীর বিপরীতে দেখা যাবে সিয়াম, রোশান, নীরব এবং আসিফ নূরকে। প্রত্যেকটি সিনেমায় আলাদা চরিত্রে অভিনয় করেছেন বুবলী, যা তার ভক্তদের জন্য নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে।

এই সাতটি সিনেমা নিয়ে আশাবাদী বুবলী বলেন, “নতুন বছরে আমার বেশ কিছু সিনেমা একসঙ্গে মুক্তি পাবে, যা আমার জন্য অনেক আনন্দের। প্রতিটি চরিত্রে আলাদা ভিন্নতা আনতে কঠোর পরিশ্রম করেছি। আমার দর্শকদের কাছ থেকে ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি।”

আজ, ২০ নভেম্বর, বুবলীর জন্মদিন। বিশেষ দিনটি নিয়ে তিনি বলেন, “জন্মদিনটি পরিবারের সঙ্গেই কাটাব। আমার সন্তান শেহজাদ খান বীরের সঙ্গে সময় কাটানোই এখন আমার সবচেয়ে বড় আনন্দ।” বছরজুড়ে ব্যক্তিগত জীবনের আলোচনার বাইরে পেশাগত সাফল্য দিয়ে শবনম বুবলী নতুন বছরে নিজের জায়গা পুনঃপ্রতিষ্ঠিত করতে চান। তিনি প্রত্যাশা করেন, তার অভিনীত সিনেমাগুলো দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়