থাইল্যান্ডের কো সামুই দ্বীপে ছুটি কাটানোর সময় ঢেউয়ের কবলে পড়ে মৃত্যুবরণ করেছেন রাশিয়ার তরুণ অভিনেত্রী কামিলা বেলিয়াতস্কায়া। মাত্র ২৪ বছর বয়সে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে ২৯ নভেম্বর, যখন তিনি পর্যটন এলাকায় একটি পাথুরে স্থানে যোগব্যায়াম করছিলেন।
কামিলা বেলিয়াতস্কায়া একটি মাদুর নিয়ে ভিউপয়েন্টের কাছে পাথুরে এলাকায় গিয়েছিলেন। সেখানেই বিশাল ঢেউ তাকে টেনে নিয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ঢেউয়ে ভেসে যাওয়ার সময় একজন পথচারী তাকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে, উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর পরও তাকে জীবিত উদ্ধার করতে ব্যর্থ হন।
উদ্ধারকারী দল জানায়, ৯ ফুট উচ্চতার ঢেউয়ের কারণে ঘটনাস্থল অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছিল। পরে দূরবর্তী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সামুই রেসকিউ সেন্টারের প্রধান চাইয়াপোর্ন সাবপ্রেসাদ বলেন, “আমরা বর্ষা মৌসুমে পর্যটকদের জন্য সতর্কতা জারি করে থাকি। বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকা যেমন চাওয়েং এবং লামাই সৈকতে সাঁতার না কাটার পরামর্শ দেওয়া হয়। লাল পতাকা নির্দেশিত এলাকাগুলোতে পর্যটকদের না যাওয়ার জন্য আমরা সবসময় সতর্ক করি।”
থাইল্যান্ডের কো সামুই দ্বীপটি পর্যটকদের জন্য জনপ্রিয় হলেও বর্ষা মৌসুমে এখানকার সমুদ্র সৈকত অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। সঠিক সতর্কতা এবং নির্দেশনা মেনে চলা না হলে এ ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকেই যায়।