
জন্মপরিচয়হীন এক শিশুর সংগ্রামী জীবনের কাহিনি ফুটে উঠেছে সিনেমা ‘বান্ধব’-এ। ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া সেই শিশুর গল্প অবলম্বনে নির্মিত ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অচিরেই।
ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া এক শিশুর সংগ্রামী জীবনের কাহিনি ফুটে উঠেছে সিনেমা ‘বান্ধব’-এ। প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম কথাচিত্রের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার (৩ অক্টোবর) থেকে ছবিটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে।
স্বত্বাধিকারী অনুপ বড়ুয়া বলেন, “পূর্বে কয়েকবার মুক্তির তারিখ নির্ধারণ করলেও পরিস্থিতি অনুকূলে না থাকার কারণে তা পিছিয়েছিলাম। এখন সময় উপযুক্ত, এবং ভালো সিনেমার সংকটের কারণে আমরা ছবিটি আর আটকে রাখতে চাইনি।”
‘বান্ধব’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌ খান। অন্যান্য চরিত্রে রয়েছেন গাজী রাকায়েত, জয় রাজ, সুমিন সেনগুপ্ত, হাবিব খানসহ অনেকে। সিনেমাটি নিয়ে আশাবাদী মৌ খান।
এই সিনেমায় নিজেকে নতুন করে আবিষ্কার করার সুযোগ পেয়েছি। প্রথমবার নিজেকে শুধু নায়িকা না ভেবে একজন পূর্ণাঙ্গ অভিনেত্রী হিসেবে দেখেছি। পুরো অভিজ্ঞতা ছিল চ্যালেঞ্জিং। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সিনেমা মুক্তি পাচ্ছে, আশা করি দর্শকরা এটি ভালোভাবে গ্রহণ করবেন,” বললেন অভিনেত্রী।
ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া শিশুর গল্পে নির্মিত সিনেমা ‘বান্ধব’ পরিচালনা করেছেন সুজন বড়ুয়া। ছবিতে মোট পাঁচটি গান আছে—চারটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ, আর একটি লিখেছেন মুনশী ওয়াদুদ। সংগীত পরিচালনায় করেছেন শেখ সাদী খান ও এম এ রহমান, যা সিনেমার আবহকে আরও প্রাণবন্ত করেছে।