বৃহস্পতিবার- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফারিন ও ইমরানের নতুন গান মুক্তি পাচ্ছে ‘মন গলবে না’

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন  পুরোপুরিভাবেই গানের জগতে পা রেখেছেন। কিছুদিন ধরেই তার নতুন গানের এলবাম নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে ।শু

তিনি শুধু গায়িকা হিসেবেই নয়, দ্বিতীয়বার নতুন গানের গানটির মাধ্যমে প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করছেন। তিনি এবার সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছন ‘মন গলবে না’ এই গানটি মুক্তি পাচ্ছে চলতি মাসেই।

গানটি ফারিণের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফড়িং ফিল্মস’ থেকে নির্মিত হয়েছে। নাহিয়ান আহমেদ গানের ভিডিও নির্দেশনা দিয়েছেন। ফারিণ ও ইমরান দুজনেই অভিনয় করেছেন গানটির ভিডিও মডেল হিসেবে। কবির বকুল গানটির গীতিকার। গানটিতে সুর ও সংগীত আয়োজন করেছেন ইমরান মাহমুদুল।

কৌশল অবলম্বন করে কিছুদিন ধরে বিভিন্নভাবে একাধিক পোস্ট করছেন তাসনিয়া ফারিণ। তিনি প্রায়ই উল্লেখ করেছিলেন, ‘তোমার জন্য আমার এ ‘মন গলবে না।’ সে থেকে ভক্তদের আগ্রহও বাড়তে থাকে। অবশেষে জানা যায়, এটি তার ‘মন গলবে না’ গানের প্রচার।

জানা ফারিণ ও ইমরান মাহমুদুলের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি একযোগে মুক্তি পাবে আগামী ৪ ডিসেম্বর।

 

 

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়