
বলিউডের জনপ্রিয় তারকা মালাইকা অরোরা সব সময়ই আলোচনায় থাকেন তার ফ্যাশন সেন্স ও ব্যক্তিত্বের জন্য। তবে এ কারণেই জীবনের অনেক সময় তাকে কঠোর সমালোচনার মুখে পড়তে হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, একসময় তার পোশাক নির্বাচনের জন্য সমাজের বিভিন্ন শ্রেণি থেকে তাকে বিচার ও কটূক্তি করা হতো।
মালাইকা বলেন, ‘আমি যা-ই পরতাম, তা নিয়ে নানা মন্তব্য করা হতো। মানুষ আমার কাজের পরিবর্তে শুধু আমার পোশাক নিয়েই কথা বলত। কিন্তু আমি সব সময় নিজের মতো থাকতে চেয়েছি, অন্যদের খুশি করার জন্য কখনো নিজেকে বদলাইনি।’
তিনি আরও বলেন, সময়ের সঙ্গে সঙ্গে এখন মানুষের দৃষ্টিভঙ্গি অনেকটা বদলেছে। তবে নারীদের প্রতি বিচার-বিশ্লেষণ এখনো পুরোপুরি বন্ধ হয়নি। ‘আমি চাই, নারীরা যেন নিজেদের মতো করে বাঁচতে পারে, তাদের স্বাধীনতা যেন পোশাক বা বাহ্যিক চেহারায় সীমাবদ্ধ না থাকে,’ বলেন মালাইকা।





















