Search
Close this search box.

মঙ্গলবার- ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার ক্ষতি হয়নি: জাতিসংঘের দাবি

ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা
ছবি: সংগৃহীত

শুক্রবার দিবাগত রাতে ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে এই হামলা অনুষ্ঠিত হয়। তবে ইসরায়েলের এই হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছে জাতিসংঘ। ইরানের তেহরান, খুজেস্তান এবং ইলাম প্রদেশে হামলাগুলো চালানো হয়, যা ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সংঘাতকে আরও জটিল করে তুলেছে।

জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) নিশ্চিত করেছে যে ইসরায়েলের এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি প্রভাবিত হয়নি। আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসি এক্স (পূর্বে টুইটার) প্ল্যাটফর্মে এক পোস্টের মাধ্যমে বলেন, ‘‘ইরানের পারমাণবিক স্থাপনার কোনও ক্ষতি হয়নি। তবে পরমাণু স্থাপনাগুলোর সুরক্ষা ও নিরাপত্তার জন্য যে কোনো ধরনের বিপদজনক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাই।’’

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, তারা ইরানের সামরিক স্থাপনায় লক্ষ্যভিত্তিক হামলা চালিয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়, ‘‘ইরানের ধারাবাহিক আক্রমণের প্রতিশোধ হিসেবেই এই হামলা চালানো হয়েছে।’’

হোয়াইট হাউসও এই হামলাকে ইসরায়েলের আত্মরক্ষার অংশ হিসেবে উল্লেখ করেছে। এর জবাবে, ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী জানায়, তারা বেশ কয়েকটি ঘাঁটিতে এই হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে কিছু এলাকায় ‘‘সীমিত ক্ষতি’’ হয়েছে বলে তারা স্বীকার করেছে।

আরো দেখুন: দর্শক২৪ আন্তর্জাতিক সংবাদ

ইসরায়েলি বাহিনী আরও জানায় যে, তারা ইরানের ক্ষেপণাস্ত্র নির্মাণ প্রক্রিয়ার বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। এছাড়া, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও লক্ষ্য করে আঘাত হানা হয়েছে বলে জানায় আইডিএফ। হামলার পর ইসরায়েলি বিমানগুলো নিরাপদে তাদের দেশে ফিরে যায় বলে নিশ্চিত করেছে তারা।

মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত পরিস্থিতিকে নতুন মাত্রা দিয়েছে। ইরানের সামরিক স্থাপনাগুলোর ওপর হামলা এবং পারমাণবিক স্থাপনাগুলোর অক্ষত থাকা বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। জাতিসংঘ ও অন্যান্য বিশ্বশক্তি এই অঞ্চলে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে যাচ্ছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল, খালিজ টাইমস

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়