বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আফগানিস্তানে সারাদেশে টেলিযোগাযোগ বন্ধ করল তালেবান

afghanistan-internet-blackout-taliban
ছবি: সংগৃহীত

আফগানিস্তানে সারাদেশে টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে তালেবান সরকার। আন্তর্জাতিক ইন্টারনেট নজরদারি সংস্থা নেটব্লক্স জানিয়েছে, কয়েক সপ্তাহ আগে ফাইবার-অপটিক সংযোগ বিচ্ছিন্ন করার পর এবার দেশটি সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউটের মুখে পড়েছে।

নেটব্লক্সের তথ্যমতে, কাবুলসহ বিভিন্ন এলাকায় মোবাইল ইন্টারনেট, স্যাটেলাইট টিভি সম্প্রচার ও টেলিফোন সেবায় বড় ধরনের ব্যাঘাত দেখা দিয়েছে। এমনকি তাদের কাবুল অফিসের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

তালেবান এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি। তবে এক কর্মকর্তার বরাতে জানা গেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকবে।

এই পরিস্থিতিতে রাজধানীর হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্তত আটটি ফ্লাইট বাতিল হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা ৫টার দিকে ফাইবার-অপটিক সেবা বন্ধ হয়ে যাওয়ায় ব্যাংকিং ও ব্যবসায়িক কার্যক্রম মঙ্গলবার সকাল থেকেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নেটব্লক্স আরও জানিয়েছে, তালেবান নৈতিকতা সংক্রান্ত নীতিমালা কার্যকরের অংশ হিসেবে ধাপে ধাপে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করেছে। কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন প্রদেশে ধীরগতির ইন্টারনেট ও সম্পূর্ণ বিচ্ছিন্নতার অভিযোগ পাওয়া যাচ্ছিল, যা এবার সারাদেশে বিস্তৃত হয়েছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়