বৃহস্পতিবার- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দু সংগঠনের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

বাংলাদেশ হাইকমিশন বিক্ষোভ
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির চানক্যপুরীতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), বাজরং দলসহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে বিচার দাবিতে এই বিক্ষোভ করে।

বিক্ষোভকারীরা সম্প্রতি ময়মনসিংহে তরুণ হিন্দু শ্রমিক দীপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনি দিয়ে হত্যা ও মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় প্রতিবাদ জানায়।

একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় এবং ‘বাংলাদেশ মুর্দাবাদ’ স্লোগান দিতে দিতে কুশপুত্তলিকা পোড়ায়।

তবে ভারতীয় নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের হাইকমিশন ভবন থেকে প্রায় ৫০০ মিটার দূরে আটকে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে একাধিক স্তরের ব্যারিকেড বসানো হয় এবং পুলিশ ও আধাসামরিক বাহিনীকে কঠোর অবস্থানে থাকতে দেখা যায়।

উল্লেখ্য, এর আগেও গত শনিবার রাতে কূটনৈতিকপাড়ার একই এলাকায় বাংলাদেশের হাইকমিশনারের বাসভবনের সামনে আকস্মিক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সে সময় হাইকমিশনারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা।

এছাড়া সোমবার (২২ ডিসেম্বর) পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রের সামনেও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে হিন্দু জাগরণ মঞ্চ ও বিশ্ব হিন্দু পরিষদের যৌথ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়