বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল–হামাস যুদ্ধবিরতি চুক্তি সই

gaza-juddho-biriti-chukti-trump-israel-hamas
ছবিঃ আল-জাজিরা

মাসের পর মাস রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে গাজায় যুদ্ধবিরতির পথে এগোলো ইসরায়েল ও হামাস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সই করেছে উভয় পক্ষ।

গাজায় যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম ধাপে সই করেছে ইসরায়েল ও হামাস। বুধবার ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, চুক্তির মাধ্যমে শিগগিরই সব জিম্মি মুক্তি পাবে এবং ইসরায়েল সেনা প্রত্যাহার শুরু করবে। খবর প্রকাশ্যে আসার পর গাজার খান ইউনিসে উল্লাস করে ফিলিস্তিনি যুবকরা।

চুক্তি সইয়ের বিষয়টি নিশ্চিত করেছে মধ্যস্থতাকারী দেশ কাতারও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, এই চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে গাজায় শান্তি স্থাপন হবে, বন্দি বিনিময় ও ত্রাণ সরবরাহ নির্বিঘ্ন হবে।

গত ২৯ সেপ্টেম্বর ওয়াশিংটন–এ ট্রাম্প পরিকল্পনার ঘোষণা দেন। পরে মিসরের শারম আল শেখ–এ ইসরায়েল, হামাস, যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের মধ্যে আলোচনা হয়। কয়েক দিনের আলোচনার পর অবশেষে চুক্তিতে সই করে উভয় পক্ষ।

সূত্রঃ আল-জাজিরা

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়