
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ জুলাই আন্দোলনে চানখাঁরপুল এলাকায় ছয় হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য দেবেন।
জুলাই আন্দোলনে চানখাঁরপুল এলাকায় ছয় হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ বৃহস্পতিবার সাক্ষ্য দেবেন স্থানীয় সরকার উপদেষ্টা ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দুপুর ২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ তার সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান জানান, জবানবন্দির ওপর ভিত্তি করে পরবর্তী জেরা হবে কি না তা নির্ধারণ করা হবে। এ মামলায় মোট আটজন আসামি। তাদের মধ্যে চারজন পলাতক এবং চারজন কারাগারে রয়েছেন।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, ৫ আগস্ট নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়ে ছয়জনকে হত্যা করা হয়। নিহতরা হলেন শাহরিয়ার খান আনাস, শেখ মেহেদী হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া।
মামলার তদন্ত প্রতিবেদন গত ১১ এপ্রিল জমা দেওয়া হয়। ১৪ জুলাই অভিযোগ গঠন এবং ১০ আগস্ট থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।





















