সোমবার- ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রক্তে রঞ্জিত গাজা: থামছেই না ইসরাইলি আক্রমণ

gazay-israeli-hamla-september-update
সংগৃহীত ছবি

আবারো নতুন করে নতুন করে হামলা চালাচ্ছেন ইজরাইল।এক দিনে প্রায় ৭৮ জন প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনের এই ববরতায়।এর মধ্যে ৩২ জন খাবারের অভাবে প্রাণ হারিয়েছেন। (১লা সেপ্টেম্বর) সোমবার কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

দখলদার বাহিনীরা গাজা সিটির বিভিন্ন এলাকায় গোলাবর্ষণ ও বোমাবর্ষণ চালায় বলে রবিবার সকালে এ কথা জানিয়েছেন গণমাধ্যমটি। অতিরিক্ত বোমাবর্ষণের আল-কুদস হাসপাতালের কাছে ইসরাইলি শেল হামলায় তাঁবুতে আগুন ধরে যায় বলেও জানান ফিলিস্তিনি সিভিল ডিফেন্স।এই অগ্নিকান্ডে পাঁচজন নিহত ও তিনজন আহত হন বলে যানা যায়।রিমাল এলাকায় একটি বাড়িতে ইসরাইলি বাহিনীর হামলায় নতুন করে আরো কয়েকজন নিহত হয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনী আবাসিক এলাকায় বিস্ফোরক রোবটের মাধ্যমে আক্রমন করছেন এবং গাজা সিটিতে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করছেন বলে জানান গাজার সরকারি মিডিয়া অফিসের পরিচালক ইসমাইল আল-থাওয়াবতা।

ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার ক্ষতি হয়নি: জাতিসংঘের দাবি

আল-থাওয়াবতা বলেছেন, গত তিন সপ্তাহে ৮০টির বেশি এ ধরনের ডিভাইস দিয়ে বিস্ফোরণ ঘটিয়েছে। তিনি এই বিস্ফোরককে পোড়ামাটির ফলক বড় আখ্যা দিয়েছেন। এ কথা জানিয়েছেন রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে।

তিনি আরও বলেন, গাজা সিটি ও উত্তরাঞ্চলের ১০ লাখেরও বেশি ফিলিস্তিনের উপর হওয়া ভয়াবহ হামলার কারনে ও অনাহারের মুখে পড়ে জোরপূর্বক বাস্তুচ্যুত হচ্ছেন, তবুও তারা জাতিগত নির্মূলের নীতির সামনে নত স্বীকার করছেন না। তারা তাদের অমানবিক অত্যাচার চালিয়েই যাচ্ছেন।

আল-জাজিরার কাছে ফিলিস্তিনি সাংবাদিক ফায়েজ ওসামার একটি ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন ঘটনাটি সত্যতা যাচাই করার জন্য।সাবরায় ইসরাইলি হামলার পর দৃশ্যপট সত্যিই কষ্টদায়ক ছিল—ধোঁয়ায় ঢেকে গেছে পেুরো আকাশ, আর আহত শিশুদের মধ্যে একজন কাঁদছে পা থেকে রক্ত ঝরা অবস্থায় ; আরেকজনের মাথায় গুরুতর ভাবে আঘাত লাগার কারনে মাটিতে পড়ে আছে নিস্তেজ হয়ে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়