বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইরাকের প্রধানমন্ত্রী আহ্বান জানালেন ইসলামিক সামরিক জোট গঠনের

islamic-samrik-jot-ahoban
ছবি: সংগৃহীত

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি সম্প্রতি ইসলামিক দেশগুলোকে একটি যৌথ সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গাজা ও কাতারে ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ড একটি সমন্বিত প্রতিক্রিয়ার দাবি রাখে।

দোহায় তিনি উল্লেখ করেন, মঙ্গলবার কাতারে বিমান হামলায় পাঁচজন হামাস সদস্য ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত।

সুদানি আলজাজিরা চ্যানেলকে বলেন, মুসলিম দেশগুলো কেন নিজেদের রক্ষার জন্য যৌথ নিরাপত্তা বাহিনী গঠন করতে পারবে না, তার কোনো কারণ নেই। একই সঙ্গে তিনি আরব ও ইসলামী দেশগুলোকে রাজনৈতিক, নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষেত্রে সর্বাত্মক অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানান।

প্রসঙ্গত, দোহায় রবিবার আরব ও ইসলামী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা একটি জরুরি বৈঠকের প্রস্তুতি নেন, যা সোমবার অনুষ্ঠিত হবে। এই বৈঠকে বহু বছর আগে মিসরের প্রস্তাবিত যৌথ আরব সামরিক বাহিনী সক্রিয় করার বিষয়টিও আলোচনার মধ্যে আসতে পারে।

ইরাকি প্রধানমন্ত্রী আরও বলেন, ইসলামী বিশ্বের ‘অসংখ্য হাতিয়ার’ রয়েছে, যা ইসরায়েলকে প্রতিহত করতে ব্যবহার করা যেতে পারে। তিনি সতর্ক করেন, ইসরায়েলের আগ্রাসন কাতারে থামবে না এবং গাজায় দুই বছরের পরিকল্পিত হত্যাকাণ্ড চলছিল।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়