
মেক্সিকোর আটলাকোমুলকো শহরে ভয়াবহ সড়ক–রেল দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৪১ জন। স্থানীয় সময় সকাল ৭টার কিছু আগে মেক্সিকো সিটি থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে শিল্পাঞ্চল এলাকায় যাত্রীবাহী ডাবল-ডেকার বাসের সঙ্গে একটি পণ্যবাহী ট্রেনের সংঘর্ষে এ প্রাণহানি ঘটে। নিহতদের মধ্যে সাতজন নারী ও তিনজন পুরুষ বলে অ্যাটর্নি জেনারেলস অফিস নিশ্চিত করেছে।
দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য ও প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ট্রেনলাইন অতিক্রম করার সময় যানজটে আটকে পড়েছিল বাসটি। ঠিক সে মুহূর্তে দ্রুতগামী ট্রেন এসে বাসের মাঝ বরাবর আঘাত করলে সেটি দু’ভাগে ভেঙে যায়। একটি অংশ রেললাইনের সঙ্গে অনেক দূর টেনে নিয়ে যায় ট্রেন, আরেকটি অংশ পাশে ছিটকে থেমে যায়।
স্থানীয় বাসিন্দা মিগুয়েল সানচেজ ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, “আমরা ট্রেনের হুইসেল শুনেছিলাম। এরপর হঠাৎ প্রচণ্ড শব্দ শুনে প্রথমে মনে হয়েছিল গাড়ির সংঘর্ষ হয়েছে। পরে বুঝতে পারি, এটি একটি বাস, ভেতরে যাত্রীতে পরিপূর্ণ।”
মেক্সিকো রাজ্যের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধারকাজ চলমান রয়েছে। এদিকে রাজ্যের প্রসিকিউটর অফিস দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। বাসটি হেরাডুরা দে প্লাতা নামের একটি পরিবহন কোম্পানির মালিকানাধীন। সংঘর্ষে বাসটির উপরের অংশ প্রায় ছিন্নভিন্ন হয়ে যায়। তবে কোম্পানির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
দুর্ঘটনার পরপরই কানাডিয়ান প্যাসিফিক কানসাস সিটি অব মেক্সিকো ট্রেন কোম্পানি বিষয়টির সত্যতা নিশ্চিত করে নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের কর্মীরা ঘটনাস্থলে অবস্থান করছেন এবং তদন্তে কর্তৃপক্ষকে সহযোগিতা করছেন। পাশাপাশি তারা রেল ক্রসিংয়ে সাইন ও নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।





















