বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

পাকিস্তানের বিমান হামলার পর আফগানিস্তান কড়া বার্তা দিলো

pakistan-biman-hamla-afghanistan
ছবি সংগৃহীত

পাকিস্তানের বিমান হামলা আফগানিস্তানের প্রতিরক্ষা ও কূটনৈতিক মনোভাবকে পরীক্ষায় ফেলেছে। আফগানিস্তান হুঁশিয়ারি দিয়েছে, এ ধরনের সহিংসতা ফলপ্রসূ হবে না।

আফগানিস্তান নিশ্চিত করেছে, পাকিস্তান কাবুল ও পাকতিকা এলাকায় বিমান হামলা চালিয়েছে। এ ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলাকে দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে এবং পাকিস্তানকে সম্ভাব্য পরিণতি সম্পর্কে সতর্ক করেছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়াতুল্লাহ খাওরাজমি বলেন, এটি আফগানিস্তান ও পাকিস্তানের ইতিহাসে নজিরবিহীন, সহিংস ও ঘৃণ্য কাজ। আফগান ভূখণ্ডে আগ্রাসন রোধ করা তাদের অধিকার। পাশাপাশি, ভারতে সফররত আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, আফগানদের ধৈর্যের পরীক্ষা নেওয়া ঠিক হবে না এবং সমস্যার সমাধান বল প্রয়োগের মাধ্যমে সম্ভব নয়।

মুক্তাকি আরও বলেন, ইতিহাস প্রমাণ করেছে যে চাপ ও সহিংসতা আফগানিস্তানে কখনও সফল হয়নি। পাকিস্তানের কর্মকাণ্ডকে বড় ভুল হিসেবে আখ্যায়িত করে তিনি সতর্ক করেছেন, যে কোনো ভুলের পরিণতি পাকিস্তানকেই ভোগ করতে হতে পারে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়