
সৌদি আরব সফর শেষ করে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। রিয়াদের উপ-গভর্নর প্রিন্স মুহাম্মদ বিন আব্দুলরহমান বিন আব্দুলআজিজ বিমানবন্দরে গিয়ে তাকে আনুষ্ঠানিক বিদায় জানান।
সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে শেহবাজ শরিফ রাষ্ট্রীয় সফরে রিয়াদে যান। সফরকালে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে একটি ঐতিহাসিক কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। এতে বলা হয়েছে, যেকোনো একটি দেশের বিরুদ্ধে আগ্রাসনকে উভয় দেশের ওপর হামলা হিসেবে গণ্য করা হবে।
চুক্তিটি এমন সময় স্বাক্ষরিত হলো, যখন ইসরায়েল কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের ওপর হামলা চালায়। এ ঘটনাকে কেন্দ্র করে মুসলিম বিশ্বসহ আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সফর শেষে এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া বার্তায় শেহবাজ শরিফ সৌদি যুবরাজের উষ্ণ আতিথেয়তার প্রশংসা করেন। তিনি জানান, রিয়াদে যে অভূতপূর্ব সাড়া পেয়েছেন, তা পাকিস্তান ও সৌদি আরবের মধ্যকার গভীর ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার প্রতিফলন।
এছাড়া সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে আঞ্চলিক সংকট, দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি ও নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বৈঠককে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ উল্লেখ করে শেহবাজ যুবরাজের দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন।
দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, বিনিয়োগ, বাণিজ্য ও ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণে যুবরাজের আগ্রহ ও সমর্থনকে তিনি বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।