
ব্রিকস জোটের ব্যাংক ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক’ (এনডিবি)-এর সদস্যপদ পেতে চীনের সমর্থন চেয়েছে পাকিস্তান। একই সঙ্গে কৃষি, শিল্প ও খনিজসহ গুরুত্বপূর্ণ খাতে চীনা কোম্পানিগুলোর বিনিয়োগ বৃদ্ধিতে কৃতজ্ঞতা জানিয়েছে ইসলামাবাদ।
ওয়াশিংটনে পাকিস্তানের অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব ও চীনের উপ-অর্থমন্ত্রী লিয়াও মিনের বৈঠকে ব্রিকস ব্যাংকের সদস্যপদ বিষয়ে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে চীনের সমর্থন চায়। শুক্রবার প্রকাশিত এক সরকারি বিবৃতিতে এ আলোচনা নিশ্চিত করা হয়েছে।
পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও টিভির এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।
এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব এনডিবি-তে পাকিস্তানের সদস্যপদের জন্য চীনের সমর্থন চান। তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কৃষি, শিল্প ও খনিজসহ গুরুত্বপূর্ণ খাতে চীনা বিনিয়োগ বৃদ্ধিকে স্বাগত জানিয়েছেন।
ব্রিকসের পাঁচ সদস্য দেশ — ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা — যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) একটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক। এর লক্ষ্য হলো উদীয়মান বাজার এবং উন্নয়নশীল দেশগুলোর অবকাঠামো ও টেকসই উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করা।
চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের অর্থনৈতিক সমন্বয় কমিটি (ইসিসি) এনডিবিতে ৫৮২ মিলিয়ন ডলারের মূলধনী শেয়ার ক্রয়ের অনুমোদন দেয়, যার মধ্যে ১১৬ মিলিয়ন ডলার পরিশোধিত মূলধন হিসেবে নির্ধারিত হয়।
অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ব্রিকস সদস্য দেশগুলোর প্রতিষ্ঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে (এনডিবি) পাকিস্তানের সদস্যপদ অনুমোদন করা হয়েছে। এছাড়া দেশটি মোট ৫,৮৮২টি মূলধনী শেয়ার কিনতে অনুমোদন পায়, যার পরিমাণ ৫৮২ মিলিয়ন ডলার।
পাকিস্তান গত বছরের নভেম্বরে ব্রিকসের সদস্যপদের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছিল।