বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফিলিপাইনে ৬.৯ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৬৯

philippines-earthquake-casualties-rise
ছবি: সংগৃহীত

ফিলিপাইনের সেন্ট্রাল অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ জনে। এছাড়া আহত হয়েছেন শতাধিক মানুষ। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর রয়টার্সের।

গত মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০টার কিছু আগে সেবু প্রদেশের বোগো শহরের উপকূলে ৬.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পরপরই বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায় এবং একাধিক ভবন ধসে পড়ে।

প্রায় ৩৪ লাখ মানুষের বসবাস সেবু প্রদেশে, যা ফিলিপাইনের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। দেশটির দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর ম্যাকটান-সেবু আন্তর্জাতিক বিমানবন্দর সচল থাকলেও, সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে উত্তর সেবুতে। ইতোমধ্যে সান রেমিজিও এলাকাকে দুর্যোগপূর্ণ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়