বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

হামাসকে নিরস্ত্র করার হুঁশিয়ারি ট্রাম্পের

trump-hamas-hushiarir-gaza-war
ছবি সংগৃহীত

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস অস্ত্র না ফেললে তাদের নিরস্ত্র করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, হামাস অস্ত্র না ফেললে যুক্তরাষ্ট্রই তাদের নিরস্ত্র করবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস যদি অস্ত্র না ফেলে, তবে যুক্তরাষ্ট্রই তাদের নিরস্ত্র করবে। গাজা যুদ্ধবিরতির চুক্তি উদযাপনের একদিন পর মঙ্গলবার তিনি এ কথা জানান। ট্রাম্প বলেন, “তারা জানে আমি খেলা খেলছি না। এটি দ্রুত এবং সম্ভবত সহিংসভাবেই হবে।”

তিনি আরও জানান, এই বার্তা তিনি সরাসরি নয়, ‘আমার লোকদের মাধ্যমে’ হামাসের কাছে পৌঁছে দিয়েছেন। তবে হামাস এখনও অস্ত্র ছাড়তে রাজি হয়নি। ট্রাম্পের ২০-দফা যুদ্ধবিরতি ও দীর্ঘমেয়াদি শান্তি পরিকল্পনার এই ধাপটি হামাসকে নিরস্ত্র করার জন্য গুরুত্বপূর্ণ।

মধ্যপ্রাচ্য সফরে ট্রাম্প ‘একটি নতুন মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ভোর’ ঘোষণা দেন। তিনি ও আঞ্চলিক নেতারা গাজা যুদ্ধবিরতির চুক্তি স্থায়ী করার জন্য যৌথ ঘোষণায় স্বাক্ষর করেন। গাজার একটি হাসপাতাল জানায়, যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েল ৪৫ জন ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে।

তথ্যসূত্র :  দ্য গার্ডিয়ান ও রয়টার্স

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়