
রুশ পতাকাধারী ট্যাংকারে হামলার জবাবে ইউক্রেনের বন্দর ও জাহাজে পাল্টা আঘাত হানার হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি তিনি ইউক্রেনকে সম্পূর্ণভাবে সমুদ্রপথ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার সতর্কবার্তাও দিয়েছেন।
২ ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পুতিন (৭৩) জানান, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী রুশ জাহাজে যে হামলা করেছে তা সম্পূর্ণ দস্যুতার উদাহরণ। তিনি বলেন, শুরুতেই রাশিয়া ইউক্রেনের বন্দর ও সেখানে আগত জাহাজ লক্ষ্য করে হামলা চালাবে।
পুতিন আরও সতর্ক করে বলেন, ‘যদি এসব দস্যুতা চলতেই থাকে, তবে আমরা বিবেচনা করব—আমি এখনই বলছি না যে করব—কিন্তু বিবেচনা করব, ইউক্রেনকে যেসব দেশ সহায়তা করে তাদের জাহাজে হামলা চালানো যায় কি না।’ তিনি আরও হুমকি দেন, যদি এমন পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে বড় বিকল্প হবে ইউক্রেনকে সম্পূর্ণভাবে সমুদ্রপথ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, যাতে তারা কোনো দস্যুতা চালাতে না পারে।
তিনি আরও বলেন, ‘আমি আশা করব ইউক্রেনের সামরিক নেতারা, তাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং যারা এসব হামলার পেছনে জড়িত আছে, তারা ভাববে এগুলো করে কোনো লাভ আছে কি না।’ গত দুইদিনে রাশিয়ার অন্তত তিনটি ট্যাংকারে হামলা হয়েছে। সামুদ্রিক ড্রোন ব্যবহার করে এসব জাহাজ ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন।
রাশিয়া–ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্টিভ উইটকোফ ও জের্ড ক্রুসনার মস্কোতে আলোচনায় অংশ নেন। পাঁচ ঘণ্টা আলোচনা চললেও তা সফল হয়নি বলে মন্তব্য করেন ইউরি উসাকোভ।
সূত্র: কিয়েভ ইন্ডিপেনডেন্ট, আলজাজিরা





















