সোমবার- ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩, আহত অন্তত ১৮

ukraine-ministry-building-drone-attack
ছবি সংগৃহীত

রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে। এতে মন্ত্রিসভা ভবন ক্ষতিগ্রস্ত হয়, নিহত হয়েছেন তিনজন এবং আহত হয়েছেন অন্তত ১৮ জন।

ইউক্রেনের রাজধানী কিয়েভে মন্ত্রিসভা ভবনে রাশিয়ার ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন শিশু। রোববার ইউক্রেনীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় অন্তত ১৮ জন আহত হন এবং বহু ভবনে আগুন ধরে যায়।

ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো জানান, প্রথমবারের মতো সরকারি ভবন শত্রুর হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। হারানো জীবন আর ফেরানো যাবে না, তবে ভবনগুলো পুনর্নির্মাণ করা হবে।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, রাশিয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে রাতভর কিয়েভকে লক্ষ্য করে হামলা চালায়। মন্ত্রিসভা ভবনের ছাদ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। এটি সরাসরি আঘাত নাকি ধ্বংসাবশেষের কারণে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে সরাসরি আঘাত হলে এটি হবে রাশিয়ার আকাশ হামলার ক্ষেত্রে বড় মাত্রার উত্তেজনা বৃদ্ধি।

কর্মকর্তাদের দাবি, এই হামলায় রাশিয়া ৮০৫টি ড্রোন ও ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করে, যা ২০২২ সালে আগ্রাসন শুরুর পর সবচেয়ে বড় ড্রোন হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়