বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সুপারিশপ্রাপ্ত শিক্ষক নিয়োগে হয়রানি বরদাস্ত নয়: এনটিআরসিএ

ntrca-shikkhok-niyog-nirdeshona
ছবি সংগৃহীত

দেশজুড়ে শূন্যপদে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া আরও স্বচ্ছ ও বাধাহীন করতে নতুন নির্দেশনা দিয়েছে এনটিআরসিএ, যা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কঠোরভাবে মানতে বলা হয়েছে। ৪১ হাজারের বেশি প্রার্থীকে সুপারিশের পর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগপত্র দিতে বাধ্য করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে কড়া নির্দেশনা দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বুধবার (১০ সেপ্টেম্বর) এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বমোট ৪১ হাজার ৬২৭ জন প্রার্থীকে সুপারিশ করা হয়েছে। এসব প্রার্থীকে দেশের ১৮ হাজার ৮৯৩টি প্রতিষ্ঠানে নিয়োগ দিতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কোনো ধরনের হয়রানি ছাড়াই সুপারিশপ্রাপ্ত প্রার্থীর অনুকূলে নিয়োগপত্র প্রদান করবে। নিয়োগপত্র প্রাপ্তির পর প্রার্থীদের সাত কার্যদিবসের মধ্যে যোগদান করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট পদ শূন্য মর্মে গণ্য হবে।

এনটিআরসিএ আরও জানায়, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা নতুন যোগদানকারী শিক্ষকদের হয়রানি ছাড়া এমপিওভুক্তির কার্যক্রম সম্পন্ন করবেন। শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ ও সময়সীমাবদ্ধ করার লক্ষ্যে এ নির্দেশনা কার্যকর করা হয়েছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়