
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। জাতিসংঘ ঘোষিত দিবসটির এবারের প্রতিপাদ্য- “কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন”।
দিবসটি উপলক্ষে আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত তিনটি প্রতিষ্ঠানের বিভিন্ন কেন্দ্রে বিনা মূল্যে ডায়াবেটিস নির্ণয় সেবা দেওয়া হবে। প্রতিষ্ঠানগুলো হলো- বারডেম, ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্ক (এনএইচএন) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সেস (বিআইএইচএস)।
এ উপলক্ষে আজ শুক্রবার সকাল সাড়ে আটটায় রাজধানীতে আয়োজন করা হয় রোড শো ও অবস্থান কর্মসূচি। বারডেম জেনারেল হাসপাতাল থেকে টেনিস ক্লাব পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেন বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক মির্জা মাহবুবুল হাসান, বারডেম একাডেমির পরিচালক অধ্যাপক মো. ফারুক পাঠান, ভিজিটিং প্রফেসর অরূপ রতন চৌধুরী, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সচিব মুহম্মদ আবু তাহের খানসহ সমিতির বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষ।
বারডেম হাসপাতালে আজ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে রক্তদান কর্মসূচি। এছাড়া সারা দেশে পোস্টার, লিফলেট ও স্টিকার বিতরণের মাধ্যমে জনসচেতনতা বাড়ানোর কার্যক্রম চলমান রয়েছে।
আগামীকাল শনিবার সকাল ১০টায় বারডেম মিলনায়তনে রোগী ও বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। দুপুর সাড়ে ১২টায় হবে আলোচনা সভা, যেখানে প্রধান অতিথি থাকবেন বিইউএইচএসের ইমেরিটাস অধ্যাপক হাজেরা মাহতাব। সভায় সভাপতিত্ব করবেন জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান।





















