
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো এশিয়া সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্যনীতি, আঞ্চলিক শান্তি এবং চীনের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক সফরের আলোচনায় গুরুত্ব পাবে বলে ধারণা করছে হোয়াইট হাউস।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ প্রথমবারের মতো এশিয়া সফরে রওনা হচ্ছেন। মালয়েশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়া এই সফরের অন্তর্ভুক্ত। মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনে অংশ নিয়ে তিনি দেশটির সঙ্গে একটি বাণিজ্য চুক্তি সই করবেন। এ সফরে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরের তদারকি করবেন ট্রাম্প, যা তার নোবেল শান্তি পুরস্কার প্রচেষ্টার অংশ বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।
সোমবার তিনি টোকিও পৌঁছে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করবেন। ট্রাম্পের আরোপিত শুল্কনীতি থেকে এখন পর্যন্ত জাপান তুলনামূলকভাবে রেহাই পেয়েছে। তবে সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত এপেক সম্মেলন। সেখানে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে তার বহু প্রতীক্ষিত বৈঠক অনুষ্ঠিত হবে। বাণিজ্যযুদ্ধ, ফেন্টানিল ইস্যু ও বিরল খনিজ রপ্তানি সীমাবদ্ধতা আলোচনায় প্রাধান্য পেতে পারে।
বিশ্লেষকদের মতে, বড় কোনো অগ্রগতি না হলেও এই বৈঠক দুই দেশের কূটনীতিতে নতুন বার্তা বয়ে আনতে পারে।
সূত্রঃ বাসস





















