Search
Close this search box.

রবিবার- ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গুলিস্তানে আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে ছাত্র-জনতার বিক্ষোভ

ছাত্র-জনতার বিক্ষোভ গুলিস্তান
ছবি: দর্শক২৪

আজ সকাল থেকে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে বিক্ষোভ করছে ছাত্র-জনতা। তাদের দাবি, আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে তারা অবস্থান নিয়েছেন। বিক্ষোভকারীরা শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন এবং আশপাশের সড়কগুলোতে মিছিল করেন।

আরো দেখুন ╰┈➤…

বিক্ষোভকারীরা দাবি করেন, জুলাই-আগস্ট মাসে ঘটে যাওয়া আন্দোলনের সময় সংগঠিত গণহত্যার জন্য শেখ হাসিনার বিচার করতে হবে এবং তার ফাঁসি নিশ্চিত করতে হবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে রাজপথে কোন ধরনের কর্মসূচি পালন করতে দেয়া হবে না।

আজকের এই বিক্ষোভ আওয়ামী লীগের নুর হোসেন দিবস উপলক্ষে দেওয়া কর্মসূচির প্রতিবাদ হিসেবে গড়ে ওঠে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাল্টা কর্মসূচি ঘোষণা করার পর রাত থেকেই গুলিস্তানে ছাত্র-জনতা জড়ো হতে শুরু করে।

সর্বশেষ সংবাদ দেখতে╰┈➤…

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়