আজ সকাল থেকে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে বিক্ষোভ করছে ছাত্র-জনতা। তাদের দাবি, আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে তারা অবস্থান নিয়েছেন। বিক্ষোভকারীরা শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন এবং আশপাশের সড়কগুলোতে মিছিল করেন।
বিক্ষোভকারীরা দাবি করেন, জুলাই-আগস্ট মাসে ঘটে যাওয়া আন্দোলনের সময় সংগঠিত গণহত্যার জন্য শেখ হাসিনার বিচার করতে হবে এবং তার ফাঁসি নিশ্চিত করতে হবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে রাজপথে কোন ধরনের কর্মসূচি পালন করতে দেয়া হবে না।
আজকের এই বিক্ষোভ আওয়ামী লীগের নুর হোসেন দিবস উপলক্ষে দেওয়া কর্মসূচির প্রতিবাদ হিসেবে গড়ে ওঠে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাল্টা কর্মসূচি ঘোষণা করার পর রাত থেকেই গুলিস্তানে ছাত্র-জনতা জড়ো হতে শুরু করে।
নিউজটি পড়েছেন : ৪৮৩