Search
Close this search box.

রবিবার- ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিচারপতিদের অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলে বহাল: ষোড়শ সংশোধনী বাতিল

বিচারপতিদের অপসারণ
ফাইল ছবি

আজ আপিল বিভাগ বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের পরিবর্তে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের হাতে রেখে দেয়া রায় বহাল রেখেছে। ২০১৪ সালের সংবিধানের ষোড়শ সংশোধনী অনুযায়ী বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করা হলেও আপিল বিভাগ এ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে। রায়ের পর বিচারপতিদের অপসারণের ক্ষমতা এখন সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের অধীনে থাকবে।

আজ (২০ অক্টোবর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের ৬ বিচারপতির বেঞ্চ সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া রায়ের বিরুদ্ধে দায়ের করা রিভিউ আবেদন নিষ্পত্তি করেছে। ফলে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে রাখার প্রক্রিয়া বাতিল হয় এবং সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের হাতে এই ক্ষমতা ফিরে আসে।

আরো দেখুন

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান, এবং রিটকারী পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। এছাড়াও সুপ্রিম কোর্ট বারের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

২০১৪ সালে সংবিধানের ষোড়শ সংশোধনীতে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করার জন্য সংশোধনী পাস করা হয়েছিল, কিন্তু এ সংশোধনী চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। পরে, ২০১৭ সালে আপিল বিভাগ হাইকোর্টের দেয়া রায় বহাল রেখে রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে দেয়।

বিচারপতিদের অপসারণ রিভিউ রায়ের প্রভাব:

এই রায়ের ফলে বিচারপতিদের অপসারণ প্রক্রিয়া আবার সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের হাতে চলে আসছে। এটি বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।

আইন ও বিচার বিভাগ-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়