Search
Close this search box.

মঙ্গলবার- ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

স্বৈরাচারের দোসরদের পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ: মির্জা ফখরুল

স্বৈরাচারের দোসররা পরিকল্পিতভাবে নানা ঘটনা ঘটাচ্ছে
ছবি: দর্শক২৪

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে স্বৈরাচারের দোসররা পরিকল্পিতভাবে নানান ঘটনার মাধ্যমে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এ ধরনের পরিস্থিতি ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে জাতীয় কবিতা পরিষদ আয়োজিত একটি সেমিনারে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল তার বক্তব্যে বলেন, “যে ত্যাগের মধ্য দিয়ে আমরা স্বৈরাচারকে পরাজিত করেছিলাম, তা কখনোই ব্যর্থ হতে দেওয়া যাবে না। নিজেদের মধ্যে বিভেদ ভুলে ঐক্যের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।” তিনি আরও উল্লেখ করেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি এমন একটি অবস্থায় পৌঁছেছে যেখানে ফ্যাসিবাদ যে কোনো সময় নতুন করে ফিরে আসতে পারে। এজন্য তিনি জনগণকে সজাগ থাকার আহ্বান জানান।

লেখক ও কবিদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “বর্তমান পরিস্থিতিতে লেখক ও কবিদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। সত্য প্রকাশে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। জনগণকে সঠিক তথ্য জানাতে হবে এবং ঐক্যের বার্তা পৌঁছে দিতে হবে।” তিনি আরও বলেন, সমাজে সৃষ্টিশীল মননশীলতার চর্চা করে সত্য ও ন্যায়ের পথে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। মির্জা ফখরুল দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার এবং পরিকল্পিত ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানিয়ে বলেন, “যারা দেশের অগ্রগতিকে ব্যাহত করতে চায়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা ছাড়া বিকল্প নেই।”

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়