বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নোয়াখালীকে বিভাগ করার প্রতিশ্রুতি বিএনপির

noakhali-division-announcement-bnp
ছবি সংগৃহীত

নোয়াখালীর প্রশাসনিক উন্নয়ন ও অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে অঞ্চলটিকে বিভাগ করার দাবি তুলেছেন বিএনপি নেতারা। সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নোয়াখালী বিভাগ গঠন করা হবে।

বিএনপি ক্ষমতায় গেলে নোয়াখালীকে নতুন প্রশাসনিক বিভাগ হিসেবে গঠন করা হবে বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু। সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে’ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

বরকতউল্লা বুলু বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব খালেদা জিয়া বৃহত্তর নোয়াখালীর সন্তান। ভবিষ্যতে বাংলাদেশের সমৃদ্ধ অর্থনীতি এই অঞ্চলকে ঘিরেই গড়ে উঠবে।

জাতীয় ঐকমত্য কমিশন শীঘ্রই জমা দেবে চূড়ান্ত প্রতিবেদন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক সিনিয়র সচিব কে এম মোজাম্মেল হক। বক্তারা নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে নোয়াখালী বিভাগ গঠনের দাবি জানান। তাঁদের মতে, উপকূলীয় অঞ্চলটিতে ব্লু ইকোনমির বিশাল সম্ভাবনা রয়েছে, যা কাজে লাগাতে নোয়াখালী বিভাগ প্রতিষ্ঠা সময়ের দাবি।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়