Search
Close this search box.

বৃহস্পতিবার- ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশ কঠিন সময় পার করছে: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

বাংলাদেশের কঠিন সময়
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

বর্তমানে বাংলাদেশ একটি চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। জাতীয় সংকট মোকাবিলায় অতীতের যেকোনো সময়ের তুলনায় দেশের জনগণকে আরও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে অনুষ্ঠিত ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২৪ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৪-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা।

ড. ইউনূস তার বক্তব্যে বলেন, বৈশ্বিক ও কৌশলগত দিক থেকে বর্তমান সময়টি অত্যন্ত কঠিন। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য এই সময়টি আরও চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, “জাতীয় উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

প্রধান উপদেষ্টা আরও উল্লেখ করেন, বর্তমানে বৈশ্বিক অর্থনীতি, জলবায়ু পরিবর্তন এবং আঞ্চলিক নিরাপত্তার মতো বিষয়গুলো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এ বছর ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২৪-এ মোট ৯৫ জন অংশগ্রহণ করেছেন। এর মধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৪৬ জন, বেসামরিক প্রশাসনের ১৬ জন এবং ১৮টি বন্ধুসুলভ দেশের ৩৩ জন প্রতিনিধি রয়েছেন। অপরদিকে, আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৪-এ বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর মোট ৫৫ জন সদস্য অংশগ্রহণ করেন। এ সময় প্রধান উপদেষ্টা কোর্স সম্পন্নকারী সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের কৃতিত্বের প্রশংসা করেন।

ড. ইউনূস বলেন, জাতীয় নিরাপত্তা ও কৌশলগত বিষয়গুলোতে দক্ষতা বৃদ্ধির জন্য এই ধরনের উচ্চমানের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্সে বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার বিষয় অন্তর্ভুক্ত থাকায় তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি আরও বলেন, “এই কোর্সগুলো আমাদের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে এবং দেশের সার্বিক নিরাপত্তা ও উন্নয়নে সহায়ক হবে।”

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়