শনিবার- ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ওয়ানডেতে এমন ৫০ ওভার আগে হয়নি, পুরো ম্যাচ স্পিন বোলিংয়ে

west-indies-spin-bowling-record-odis
ছবি সংগৃহীত

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নতুন ইতিহাস রচনা করলো ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে পুরো ৫০ ওভারই স্পিনাররা বোলিং করেছেন।

৫৪ বছরের ওয়ানডে ইতিহাসে প্রথমবার বোলিংয়ে ‘ফিফটি’ করেছে স্পিনাররা। ওয়ানডেতে এক ইনিংসে স্পিনারদের সর্বোচ্চ বোলিংয়ের আগের রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার, যেখানে তারা তিনবার ৪৪ ওভার বোলিং করেছিল। আজ ওয়েস্ট ইন্ডিজ সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করেছে। এটি এমন এক রেকর্ড, যা শুধু ছোঁয়া সম্ভব, ভাঙা কঠিন।

ওয়ানডেতে এর আগে পেসারদের হাতে বল না দিয়ে সবচেয়ে বেশি ওভার বোলিং করার রেকর্ড ছিল ওমানের। এ বছরই যুক্তরাষ্ট্রকে ৩৫.৩ ওভারে অলআউট করেছিল ওমান। সবগুলো ওভারই করেছিলেন ওমানি স্পিনাররা।

ওয়েস্ট ইন্ডিজ স্পিনাররা এর আগে ওয়ানডেতে সর্বোচ্চ ৩৪ ওভার বোলিং করেছিলেন। এটি ২০০১ সালে গ্রেনাডায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হয়েছিল।

এবার মিরপুর শেরে বাংলার মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫০ ওভার স্পিন বল করিয়ে ইতিহাসের পাতায় নাম লেখালো ওয়েস্ট ইন্ডিজ দল। ওয়ানডে ক্রিকেটের ৫৪ বছরের ইতিহাসে প্রথমবার এমন নজির দেখা গেল।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়