শুক্রবার- ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

২ টন ইলিশ জব্দ, ৪৬ জেলে আটক নোয়াখালীর হাতিয়ায়

noakhali-hatiya-46-fishermen-2-ton-ilish-arrest
ছবি সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মৎস্য বিভাগ ৫ ট্রলার ও ৪৬ জন জেলেকে আটক করেছে এবং প্রায় দুই টন ইলিশ জব্দ করেছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন জব্দ করা মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করেন।

এর আগে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বঙ্গোপসাগরের ভাসানচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে নৌপুলিশও সহযোগিতা করেছে।

লক্ষ্মীপুরের কমলনগর থেকে আসা ৫টি ট্রলার, যাতে ৪৬ জন জেলে ছিলেন, নিষেধাজ্ঞা অমান্য করে ভাসানচর এলাকায় মাছ ধরছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে জেলেরা আটক হন এবং ট্রলার থেকে দুই টন ইলিশ জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করেন। আটক জেলেদের মধ্যে ৪১ জনকে ২ হাজার টাকা করে মোট ৮২ হাজার টাকা জরিমানা করা হয়েছে, এবং পাঁচজনের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

মোহাম্মদ বিল্লাল হোসেন নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বলেন, নিষেধাজ্ঞা চলাকালীন সময় ও নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়