Search
Close this search box.

বুধবার- ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শেখ মুজিব স্বাধীনতা চাননি: বিএনপি নেতা আব্দুস সালাম আজাদের বক্তব্য

শেখ মুজিব স্বাধীনতা চাননি
ছবিঃ সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ দাবি করেছেন, শেখ মুজিবুর রহমান এ দেশের স্বাধীনতা চেয়েছিলেন না, বরং আজীবন রাষ্ট্রনায়ক হওয়ার লক্ষ্য ছিল তার। শুক্রবার (৩ ডিসেম্বর) মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল বানারী ইউনিয়ন বিএনপির নতুন পার্টি অফিস উদ্বোধনী আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আব্দুস সালাম আজাদ তার বক্তব্যে বলেন, শেখ মুজিব সংবিধানে বহুদলীয় গণতন্ত্রের পরিবর্তে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে বাকশাল গঠন করেছিলেন। একই সঙ্গে প্রায় সাড়ে ৪০০ পত্রিকা বন্ধ করে দিয়ে বাকশালের মুখপাত্র হিসেবে মাত্র ৪টি পত্রিকা চালু রাখেন। তার শাসনামলে গুম ও হত্যার ঘটনা পৃথিবীর কোনো দেশে এমনভাবে ঘটেনি বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ৭২-এর সংবিধানে গণতন্ত্র, আইনের শাসন এবং জনগণের দ্বারা সরকার গঠনের কথা উল্লেখ থাকলেও শেখ মুজিব নিজেই সংবিধানের এই মূলনীতি লঙ্ঘন করেছিলেন।

তিনি দাবি করেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে এ দেশ কখনো স্বাধীন হতো না। শেখ মুজিবের চেয়ে জিয়াউর রহমানের ভূমিকা স্বাধীনতার ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ ছিল।

অনুষ্ঠানে হাসাইল বানারী ইউনিয়ন বিএনপির সভাপতি মনির হোসেন শেখ সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক এম এ জামান অ্যাপেলোর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক, সাধারণ সম্পাদক আমির হোসেন দোলনসহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়