Search
Close this search box.

বৃহস্পতিবার- ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তার এই ভাষণ সরকারি টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচারিত হবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়সহ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে এই ভাষণে আলোচনা করবেন ড. ইউনূস। বিশেষ করে দেশের রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক নীতিমালা ও আগামীর পরিকল্পনা সম্পর্কে দিকনির্দেশনা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত বছরের ৫ আগস্ট এক ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে পূর্ববর্তী সরকার পদত্যাগে বাধ্য হয়। এরপর ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নানা গুরুত্বপূর্ণ বিষয়ে জাতির উদ্দেশে একাধিকবার ভাষণ দিয়েছেন।

বিশ্লেষকদের মতে, এই ভাষণে দেশ পরিচালনার ভবিষ্যৎ পরিকল্পনা, অর্থনৈতিক নীতির দিকনির্দেশনা এবং রাজনৈতিক সমঝোতার বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে। বিশেষ করে নির্বাচন ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন প্রকল্প সংক্রান্ত বিষয়ে আলোচনা করার সম্ভাবনা রয়েছে।

প্রধান উপদেষ্টার ভাষণকে কেন্দ্র করে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয় রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়