বৃহস্পতিবার- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

২০২৫ সালে সড়কে ঝরল ৯,১১১ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি

২০২৫ সড়ক দুর্ঘটনা
ছবি: সংগৃহীত

সদ্য বিদায়ী ২০২৫ সালে দেশে ভয়াবহ আকার ধারণ করেছে সড়ক দুর্ঘটনা। এই এক বছরে ৬ হাজার ৭২৯টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯ হাজার ১১১ জন, আর আহত হয়েছেন আরও ১৪ হাজার ৮১২ জন।

রবিবার (৪ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, ২০২৫ সালে রেলপথে ৫১৩টি দুর্ঘটনায় ৪৮৫ জন নিহত এবং ১৪৫ জন আহত হয়েছেন। এ ছাড়া নৌপথে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৫৮ জন।

যাত্রী কল্যাণ সমিতির নেতারা বলেন, সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনার এই ধারাবাহিকতা অত্যন্ত উদ্বেগজনক। তারা ভাড়া নির্ধারণ, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ ও ক্ষতিপূরণ তহবিল গঠনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পরিবহন শ্রমিকদের পাশাপাশি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার দাবি জানান।

এ ছাড়া আসন্ন জাতীয় নির্বাচনের ইশতেহারে গণপরিবহন নিরাপত্তা ইস্যুকে অগ্রাধিকার দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান সংগঠনের নেতারা।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়