
নেপালে বাংলাদেশের দ্বিতীয় প্রীতি ম্যাচ বাতিল হয়েছে রাজনৈতিক অস্থিরতার কারণে। বাংলাদেশ জাতীয় দল হোটেল ক্রাউন ইম্পেরিয়েলে অবস্থান করছে এবং পরিস্থিতি সুরক্ষিত থাকলেও ফেরার ফ্লাইট স্থগিত।
নেপালের রাজধানী কাঠমান্ডুতে রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দল উৎকণ্ঠার মধ্যে আছে। দেশে ফেরার কথা থাকলেও ফ্লাইট বাতিল হওয়ায় দল হোটেল ক্রাউন ইম্পেরিয়েলে অবস্থান করছে। অধিনায়ক জামাল ভূঁইয়া ভিডিও পোস্টে বলেছেন, “এই মুহূর্তে নেপালে পরিস্থিতি ভালো নয়, আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে।” সহপাঠীরা আরও জানিয়েছেন, তারা বাইরে নিরাপদ নন।
বাফুফে জানিয়েছে, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, নেপালে বাংলাদেশের দূতাবাস এবং আনফা খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করছে। স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে দল বর্তমানে সম্পূর্ণ নিরাপদ।
নেপালের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় প্রীতি ম্যাচও রাজনৈতিক অস্থিরতার কারণে বাতিল হয়েছে। এর আগে ৬ সেপ্টেম্বর দশরথ স্টেডিয়ামে প্রথম প্রীতি ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। টানা দুই দিনের দুর্নীতিবিরোধী সহিংস বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেছেন এবং এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন।