বৃহস্পতিবার- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জনসমুদ্র

জাতীয় স্মৃতিসৌধ বিজয় দিবস
ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেমেছে সর্বস্তরের মানুষের ঢল। ফুলেল শ্রদ্ধা, ভালোবাসা ও আবেগে স্মরণ করা হচ্ছে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে রাষ্ট্রপতি ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করার পর জাতীয় স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এর আগেই ভোর থেকে স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় জমতে শুরু করে সাধারণ মানুষের ভিড়।

সরেজমিনে দেখা যায়, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দলের নেতাকর্মী, স্কুল-কলেজের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা দলে দলে জাতীয় স্মৃতিসৌধে এসে শ্রদ্ধা নিবেদন করছেন। হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে তারা শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এতে ফুলে ফুলে ভরে ওঠে বীর শহীদদের বেদী।

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। চার স্তরের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর বিজয় অর্জনের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। প্রতি বছর যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে জাতি মহান বিজয় দিবস পালন করে থাকে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়