
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, দেশের অর্থনীতি বর্তমানে স্বস্তিতে থাকলেও দারিদ্র্য বিমোচনসহ কিছু চ্যালেঞ্জ এখনও রয়েছে।
মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, মূল্যস্ফীতি আগে বেশি ছিল, যা বর্তমানে কমে এসেছে।
ড. সালেহউদ্দিন আরও জানান, সরকারি খাদ্য মজুত বাড়াতে সরকার ৫০ হাজার টন চাল আমদানের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির আওতায় ৫০ হাজার টন গমও আমদানি করা হবে।
নিউজটি পড়েছেন : ৭৩