বৃহস্পতিবার- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশের মানুষের একাত্ম ভালোবাসাই আমাদের প্রেরণার উৎস—তারেক রহমান

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার সময়ে সহযোগিতা ও শুভকামনার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎস বলে মন্তব্য করেন তিনি ।

তারেখ রহমান আজ মঙ্গলবার বেলা ১১টার কিছু আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে দেওয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন।

স্ট্যাটাসে তারেক রহমান লিখেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে ভালোবাসা ও সহযোগিতা পাওয়া যাচ্ছে, তার জন্য জিয়া পরিবার ও বিএনপি আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতৃবৃন্দ, কূটনীতিক এবং শুভাকাঙ্ক্ষীদের উদ্বেগ, সাথে দেশের মানুষের দোয়া ও ভালোবাসা—এসব আমাদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে।

সমগ্র জাতির অবিচল সমর্থনই আমাদের পরিবারের জন্য শক্তি ও সাহসের উৎস। মমতাময়ী দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় আমরা নিরন্তর প্রার্থনা করে যাচ্ছি। দুর্যোগের এই মুহূর্তে ঐক্য, দয়া ও সংহতি প্রকাশের জন্য প্রতিটি মানুষের কাছে আমরা গভীরভাবে কৃতজ্ঞ।

২৩ নভেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়লে বেগম খালেদা জিয়াকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। লিভার সংকট, কিডনির দুর্বলতা, শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা, ডায়াবেটিসসহ নানা জটিলতা তাঁর অবস্থা আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। সাম্প্রতিক দিনগুলোতে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাঁকে আইসিইউ-সমমানের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) স্থানান্তর করা হয়।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় গত রোববার মধ্যরাতের পর তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয় বলে জানা গেছে। সেখানে চিকিৎসকেরা খালেদা জিয়াকে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দিচ্ছেন।

 

 

 

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়