শনিবার- ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

এআই ব্রাউজার চালুর পর নিরাপত্তা প্রশ্ন উঠেছে

comet-ai-browser-security-vulnerability
ছবি সংগৃহীত

গুগলের ক্রোমের প্রতিদ্বন্দ্বী হিসেবে ওপেনএআই চ্যাটজিপিটি অ্যাটলাস নামের এআই ওয়েব ব্রাউজার উন্মুক্ত করেছে।
এটি ব্যবহারকারীদের আগের অনুসন্ধানের তথ্য স্মরণ করতে পারে এবং এআই এজেন্ট মোডে কাজের পরামর্শ দিতে সক্ষম। তবে এই নতুন প্রযুক্তির কারণে ডেটা সুরক্ষা ও ব্যবহারকারীর গোপনীয়তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ওপেনএআই’র এআই-নির্ভর ব্রাউজারটি সরাসরি চ্যাটজিপিটির সঙ্গে সংযুক্ত থাকায় যেকোনো ওয়েবপেজের তথ্য সংক্ষেপে তুলে ধরতে এবং ব্যবহারকারীর ই-মেইলের গুরুত্বপূর্ণ অংশ বাছাই করে দেখাতে পারে। ব্রাউজারের এআই এজেন্ট মোড ব্যবহারকারীর পক্ষে বিভিন্ন কাজও করতে সক্ষম। গবেষকরা বলছেন, এর কারণে প্রম্পট ইনজেকশন ধরনের আক্রমণের ঝুঁকি রয়েছে — সাইবার অপরাধীরা ক্ষতিকর ওয়েব কনটেন্টে লুকানো নির্দেশনা যোগ করে এআই এজেন্টকে বিভ্রান্ত করে সংবেদনশীল তথ্য ছাড়িয়ে নিতে পারে।

নিরাপত্তা নিশ্চিত করতে হাজার ঘণ্টা ‘রেড টিমিং’ পরীক্ষা চালানো হয়েছে অ্যাটলাস এআই ব্রাউজারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হলেও ওপেনএআই জানিয়েছে। অ্যাটলাস এআই ব্রাউজারে থাকা এআই এজেন্ট ব্যবহারকারীর কম্পিউটারে কোড চালাতে, ফাইল ডাউনলোড করতে বা অন্য অ্যাপ অ্যাক্সেস করতে পারবে না। সংবেদনশীল ওয়েবসাইটে (যেমন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান) প্রবেশের সময় এজেন্ট স্বয়ংক্রিয়ভাবে কাজ বন্ধ করবে।

বাংলাদেশের প্রযুক্তিতে নতুন সম্ভাবনা, ওপেনএআই ডেভডে ওয়ানব্রেন এআই-এর অভিজ্ঞতা

সম্প্রতি ব্রেভ ব্রাউজারের গবেষকেরা পারপ্লেক্সিটির ‘কমেট’ নামের আরেকটি এআই ব্রাউজারে একটি নিরাপত্তা দুর্বলতা শনাক্ত করেন। এই দুর্বলতা কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা লুকানো নির্দেশনা দিয়ে এআই এজেন্টকে ব্যবহারকারীর ব্যাংক, ই–মেইল বা অন্যান্য লগইন করা ওয়েবসাইটে প্রবেশ করাতে পারে এবং সেখান থেকে তথ্য চুরি করতে পারে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

 

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়