সোমবার- ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

স্বামীর আগুনে স্ত্রী ও সন্তানসহ ৫ দগ্ধ

husband-sets-fire-wife-children-5-burned
ছবি সংগৃহীত

স্বামী ফরিদ মিয়ার দেওয়া আগুনে পুড়ল স্ত্রী, সন্তান, শ্যালিকাসহ পাঁচজন। বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে নরসিংদী শহরের সঙ্গীতা এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—ফরিদের স্ত্রী রিনা বেগম (৩৮), তার দুই ছেলে আরাফাত (১৫) ও তাওহীদ (৬) এবং শ্যালিকা সালমা বেগম (৩৪) ও তার ছেলে ফরহাদ (১২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদ মিয়া পেশায় পিকআপভ্যান চালক। দীর্ঘদিন ধরে ফরিদ ও তার স্ত্রী রিনার মধ্যে পারিবারিক কলহ চলছিল।
জের ধরে রাত ২টার দিকে ফরিদ মিয়া ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী, সন্তান ও শ্যালিকার উপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পালিয়ে যান।
পড়শী ও পুলিশ টিনের বেড়া ভেঙে দগ্ধদের উদ্ধার করে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।

দগ্ধ সালমার বাবা মহন মিয়া বলেন, ফরিদ নেশাগ্রস্ত, সে আমার মেয়ের ওপর দীর্ঘদিন ধরে অত্যাচার করছে। রাতে ঘরে আগুন দিয়ে সবাইকে পুড়িয়ে দিল। আমি তার বিচার চাই।

নরসিংদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) অনিক কুমার গুহ জানিয়েছেন, জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে কল পাওয়ার পর তারা ঘটনাস্থলে গিয়ে দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়