
রাষ্ট্রপতির আদেশক্রমে ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করেছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়, যা সোমবার জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ধারা ৫৪১(১) এবং The Prisons Act, 1894 এর ধারা ৩(বি) অনুযায়ী বাশার রোড সংলগ্ন ‘এমইএস’ বিল্ডিং নং-৫৪-কে সাময়িক কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।
তবে প্রজ্ঞাপনে ভবনটি কোন উদ্দেশ্যে ব্যবহৃত হবে সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়নি। এর আগে, গুম-খুনের অভিযোগে ২৫ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সেনা সদর জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে ১৫ জন কর্মরত, ৯ জন অবসরে এবং ১ জন এলপিআরে রয়েছেন। প্রসিকিউশন জানিয়েছে, সেনা হেফাজতে থাকা কর্মকর্তাদের আদালতে হাজির করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।