বৃহস্পতিবার- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতির প্রেরণা হিসেবে বেগম খালেদা জিয়া আজও অত্যন্ত প্রয়োজনীয় : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, দেশের স্বার্থে বেগম খালেদা জিয়াকে আরও প্রয়োজন। তিনি বলেন, বেগম জিয়া শুধু বিএনপির নেত্রী নন, সারা জাতির অভিভাবক। তাই আজকে জনতার ঢল এভারকেয়ারে। বাংলাদেশের স্বার্থে বেগম খালেদা জিয়াকে দেশের মানুষের প্রয়োজন।

বেগম খালেদা জিয়ার সুস্থতার কামোনায় সারাদেশের মানুষের দোয়া আজ এক অন্যান্য দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে।

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। রিজভীর দাবি, দেশের স্বার্থ ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে আপসহীন অবস্থান নেওয়ার কারণেই দেশি-বিদেশি চক্রান্ত বেগম খালেদা জিয়াকে দুর্বল করতে ব্যর্থ হয়েছে।

তিনি উল্লেখ করেন, গণতন্ত্রের বর্তমান অবস্থা এখনো স্পষ্ট নয় এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বারবার চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে।

রেজভী বলেন, প্রেরণার প্রতীক হিসেবে বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন কাছে পাওয়াই জাতিকে আরও শক্ত ভিত্তিতে গড়ে তুলবে।

 

 

 

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়